টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা মহসীন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহুরুল ইসলামকে বরখাস্ত করেছে শিক্ষা বোর্ড। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আজাদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেওয়া হয়। তার বিরুদ্ধে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে যৌন হয়রানি ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মনিরুজ্জামান বলেন, অজুর্না মহসীন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জহুরুলকে বরখাস্তের শিক্ষা বোর্ডের চিঠি পেয়েছি। তিনি ওই বিদ্যালয়ে আর প্রধান শিক্ষক হিসেবে নেই। এ পদ এখন শূন্য রয়েছে। পরে ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষক নিয়োগ করবেন।