ভারতে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে গ্রেপ্তার হয়েছে ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পাণ্ডে ও তার ছোট ভাই সত্যজিত পাণ্ডে। তারা মাগুরা সদরের ঢাকা রোডের স্বপন পাণ্ডের সন্তান। তিনি চিকিৎসার জন্য গতকাল দুপুরে ভারতে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে ঢাকার নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা রয়েছে। ইমিগ্রেশন পুলিশের ওসি ইব্রাহিম আহম্মেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পথে সন্দেহভাজন হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।