নাটোরের লালপুরে আবদুলপুর সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সদস্য শাকিল হোসেনকে একই কলেজের ছাত্রদলের সভাপতি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আলোচনার ঝড় উঠেছে। নাটোর জেলা ছাত্রদলের সাধারণ স¤পাদক মারফ ইসলাম সুজন বলেন, কারও বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে স¤পৃক্ততার প্রমাণ পেলে তদন্তসাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ স¤পাদক মারফ ইসলাম সুজন স্বাক্ষরিত দলীয় প্যাডে আবদুলপুর সরকারি কলেজ শাখায় ১২ সদস্যবিশিষ্ট ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। এর কপি ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে। নতুন কমিটির সিনিয়র সহসভাপতি শাকিব হাসান বলেন, শাকিল আবদুলপুর সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি বিগত সময়ে ছাত্রলীগসহ আওয়ামী লীগের সব কর্মসূচিতে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। শাকিল হোসেন বলেন, আমরা পারিবারিকভাবে বিএনপি করি।
আমি বিগত দিনে ছাত্রলীগের কোনো পদে ছিলাম না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে প্রতিপক্ষ।