ভাঙ্গায় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শুক্রবার (০৯ মে) বেলা ১১টার দিকে ভাঙ্গা থানা পুলিশ ভাঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তাকে বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে ভাঙ্গা থানা সূত্রে জানা গেছে। ফারুক হোসেন মোল্লা ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়ন পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাত ১০টার দিকে ভাঙ্গা উপজেলা পরিষদ এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের মিটিং চলাকালে মিটিং এর উপর ককটেল বিস্ফোরণের অভিযোগে পরদিন ১১ নভেম্বর ভাঙ্গা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা করেন ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম বিটু মুন্সী। এ মামলায় সাবেক এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সনসহ ৫৯ জনের নাম উল্লেখ করে ও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ফারুক হোসেন মোল্লাকে বিস্ফোরক আইনে ভাঙ্গা থানায় দায়ের হওয়া মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকালে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ