দিনাজপুরের ৫০ শয্যাবিশিষ্ট বীরগঞ্জ উপজেলা হাসপাতাল। হাসপাতালে প্রবেশমুখে রয়েছে পুরোনো বড় বট গাছ। এরপর হাসপাতালের সামনে, ভিতরের করিডোরসহ প্রতিটি ফাঁকা জায়গায় রয়েছে বিভিন্ন রং-বেরঙের ফুলের গাছ। পেছনে পরিত্যক্ত জায়গায় রয়েছে বিভিন্ন জাতের গাছসহ ফুলের বাগান। স্বাস্থ্যসেবার মান নিশ্চিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ছাড়াও বিভিন্ন জাতের দৃষ্টিনন্দন ফুলের বাগান সেবা নিতে আসা রোগীসহ সবার মাঝে প্রকৃতির প্রশান্তির ছোঁয়া ছড়িয়ে দেয়। এ হাসপাতালে আরও রয়েছে স্বাস্থ্যবিষয়ক বইসমৃদ্ধ লাইব্রেরি, শিশু কর্নার ও ব্রেস্ট কর্নার। প্রসূতি নারীদের স্বাভাবিক প্রসবে দৃষ্টান্তসহ বিভিন্ন সেবায় হাসপাতালটি পেয়েছে নানা পুরস্কার ও স্বীকৃতি। এখানে সেবা নিতে আসা শিবরামপুর ইউপির দেউলি গ্রামের মো. রুবেল মিয়া জানান, ‘সেবার মান ভালো। সব সময় পরিষ্কার থাকে কক্ষগুলো। সবচেয়ে ভালো লাগে ফুলের বাগান। সকালে ঘুম ভেঙে বারান্দায় দাঁড়িয়ে যখন ফুলের বাগানের দিকে তাকিয়ে থাকি তখন প্রাণটা জুড়িয়ে যায়। নিজেকে আর অসুস্থ মনে হয় না।’ দর্শনার্থী আবদুর রাজ্জাক ও ফরহাদ হোসেন জানান, এখানে রয়েছে আধুনিক যন্ত্রপাতি, দক্ষ চিকিৎসক। বিনামূল্যে ওষুধ দেওয়া হলে এটি জেলার সবচেয়ে ভালো সেবা প্রতিষ্ঠানে পরিণত হবে এবং রোগীরা আরও ভালো সেবা পাবেন। সব হাসপাতালে এ ধরনের পরিবেশ থাকা উচিত।’ বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা লুনা বলেন, ‘চিকিৎসক সংকটের পরও রোগীদের সব রকমের সেবা দেওয়ার চেষ্টা করা হয়। ২০২০ সালে সারা দেশে আটটি স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাভাবিক নিরাপদ প্রসব করানোর ক্ষেত্রে পুরস্কার পেয়েছি। এ ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে আরও কিছু পুরস্কার পেয়েছে হাসপাতালটি।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা