নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বসতবাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় মনু ব্যাপারী বাড়িতে সংঘটিত এ হামলায় আহত হয়েছেন অন্তত ৮ জন। এ ঘটনায় সেনাবাহিনীর সহায়তায় ১০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত কালা মিয়ার ছেলে ফজলুল হকের সঙ্গে একই বাড়ির ইউসুফের দীর্ঘদিনের সম্পত্তি বিরোধ ছিল। এই বিরোধের জেরে ইউসুফের স্ত্রী ফজর রানু ওরফে খুকু মনি চৌমুহনী থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে ফজলুল হকের বাড়িতে হামলা চালায়।
এস্পময় সন্ত্রাসীরা বসতঘরে ভাঙচুর, লুটপাট চালায় এবং খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। কুপিয়ে ও পিটিয়ে আহত করে ফজলুল হকসহ অন্তত ৮ জনকে। হামলার সময় একাধিক ককটেল বিস্ফোরণের মাধ্যমে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সংখ্যায় কম থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে উত্তেজিত এলাকাবাসীর সহায়তায় সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং খুকু মনি ও তার মেয়ে পিংকিসহ ১০ জনকে আটক করে থানায় হস্তান্তর করে। অভিযুক্তদের ঘর থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এলাকাবাসীর অভিযোগ- খুকু মনি ও তার মেয়ে পিংকি এলাকার মানুষদের নানা উপায়ে হয়রানি করে আসছিল। পিংকির স্বামী নাছির উদ্দিনকেও সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, “পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালেও অভিযুক্তরা সংঘবদ্ধ থাকায় তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সমস্যা হয়। পরে সেনাবাহিনীর সহায়তায় হামলাকারীদের আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।”
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ