এক দশকেও আলোর মুখ দেখেনি রাঙামাটি মেডিকেল কলেজ। এখনো অস্থায়ী ক্যাম্পাসে চলছে শিক্ষা কার্যক্রম। নেই ছাত্রাবাস, ল্যাব, চাহিদা অনুযায়ী শ্রেণিকক্ষ ও হলরুম। রয়েছে শিক্ষক সংকটও। স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি অধিগ্রহণ কাজ শেষ হলেও ঝুলে আছে ডিপিপি। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৪ সালে রাঙামাটি জেনারেল হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ভবনের অস্থায়ী ক্যাম্পাসে শুরু হয় রাঙামাটি মেডিকেল কলেজের যাত্রা। তখন থেকে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম চালু থাকলেও আজও হয়নি স্থায়ী ক্যাম্পাস। অস্থায়ী ক্যাম্পাসেই শেষ হয়েছে ১০টি এমবিবিএস ব্যাচ। বর্তমানে ১১ নম্বর ব্যাচের কার্যক্রম চলমান। শিক্ষার্থীরা পাচ্ছেন না পর্যাপ্ত সুযোগসুবিধা। দীর্ঘদিনের আন্দোলনের পরও স্থায়ী ক্যাম্পাস চালু না হওয়ায় ক্ষুব্ধ তারা। রাঙামাটি মেডিকেলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব চাকমা বলেন, এখানে অবকাঠামোগত সমস্যা রয়েছে। আমরা অস্থায়ী ক্যাম্পাসে ক্লাস করছি। একসঙ্গে পাঁচটি ব্যাচ ক্লাস করার মতো পর্যাপ্ত শ্রেণিকক্ষ নেই। প্রতিটি ক্লাসে ৫০ থেকে ৭৫ শিক্ষার্থী আছে। একটা ব্যাচ ক্লাস করলে আরেক ব্যাচকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। সবচেয়ে বড় সমস্যা ছেলেমেয়েদের আবাসন সংকট। বাধ্য হয়ে শিক্ষার্থীরা মিলে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছি। রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যাপক প্রীতি প্রসূন বড়ুয়া বলেন, রাঙাপানি মৌজার সুখীনীলগঞ্জন এলাকায় রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের জন্য অধিগ্রহণ করা হয়েছে ২৬ একর জমি। সেই জমির মাটি পরীক্ষা-নিরীক্ষার পর তৈরি করা হয়েছে নকশাও। সবকিছু সম্পন্ন করা হলেও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) এখনো অনুমোদন হয়নি ডিপিপি। প্রসূন বড়ুয়া বলেন, রাঙামাটি মেডিকেল কলেজের অস্থায়ী ভবনে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া খুবই কষ্টের। ১৬টি শ্রেণি কক্ষের প্রয়োজন, এখানে আছে মাত্র পাঁচটি। গাদাগাদি করে ক্লাস করে শিক্ষার্থীরা। এতে যেমন তাদের সমস্যা হচ্ছে তেমনি পাঠদানও ব্যাহত হচ্ছে। সুযোগসুবিধা না থাকায় এখানে শিক্ষকও থাকতে চান না। শিক্ষার্থীরা পড়ালেখা চালিয়ে নিলেও মেধার বিকাশ হচ্ছে না। কারণ এখানে ভালোভাবে প্রশিক্ষণ নিতে পারছে না তারা। পরিপূর্ণ হাসপাতাল না থাকলে ইন্টার্নশিপ করা সম্ভব না। প্রসঙ্গত, পার্বত্যাঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার ব্যবস্থা ও সবার কাছে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে রাঙামাটি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেয় তৎকালীন সরকার। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তীব্র বিরোধিতা করে। স্থানীয় বাঙালিদের দাবি ও আন্দোলনের কারণে তাৎক্ষণিক রাঙামাটি জেনারেল হাসপাতালের করোনারি বিভাগের পাঁচতলা ভবনে রাঙামাটি মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে শুরু হয় শিক্ষা কার্যক্রম। মেডিকেল কলেজ স্থাপনের দাবির আন্দোলন করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে খুন হন শিক্ষার্থী মণি।
শিরোনাম
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
রাঙামাটি মেডিকেল কলেজ
এক দশকেও হয়নি স্থায়ী ক্যাম্পাস
নেই ছাত্রাবাস-ল্যাব, পর্যাপ্ত শ্রেণিকক্ষ হলরুম। রয়েছে শিক্ষকসংকটও। ব্যাহত শিক্ষাকার্যক্রম
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর