মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ‘ও’ পজিটিভ রক্তের পরিবর্তে ‘বি’ পজিটিভ রক্ত পুশ করার পর এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাত ১০টার দিকে রোগীর মৃত্যু হয়। নিহত ওই রোগীর নাম মোহাম্মদ বিল্লাল। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার খাগড়াকুড়ি গ্রামের বাসিন্দা। ওসি আমান উল্লাহ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।