মাদারীপুরের শিবচরে যৌথ বাহিনীর অভিযানে চারটি ককটেল এবং ২১৫ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। গতকাল বিকালে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল টিম এসে উদ্ধারকৃত ককটেল বোমা নিষ্কিয় করে। এর আগে শুক্রবার রাতে সেনাবাহিনী ও শিবচর থানা পুলিশ উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের যাদুয়ারচর এলাকার কুদ্দুস হাওলাদারের বাড়িতে এ অভিযান চালায়। স্থানীয় সূত্রে জানা যায়, কুদ্দুস হাওলাদার একজন চিহ্নিত মানব পাচারকারী। তিনি লিবিয়া হয়ে ইতালিতে লোক পাঠান। তিনি বাড়িতে না থাকলেও বাড়িটি ভাড়া দেওয়া ছিল।’ ওসি রতন শেখ বলেন, ‘দরজা ভেঙে ভিতরে ঢুকে ইয়াবা ও ককটেল বোমা উদ্ধার করা হয়।