সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে বনের ভিতর সৃষ্টি হওয়া ২২টি বিলে জাল পেতে মিঠাপানির মাছ ধরার ক্ষেত্র তৈরি, পায়ে চলা পথ (ছিলা) করতেই জেলেরা শুষ্ক মৌসুমে পরিকল্পিতভাবে বনে আগুন লাগিয়ে থাকে। অবৈধ পথে মাছ ধরা নিয়ে লোকালয়ের এক শ্রেণির অসাধু জেলে ও বন কর্মকর্তাদের মধ্যে ঘুষবাণিজ্য ও অলিখিত সমঝোতা হয়। তার পরও চাহিদামতো টাকা দিতে না পেরে বিল থেকে মাছ শিকার বঞ্চিত হয়ে ক্ষুব্ধ জেলেরাও কখনো কখনো সুন্দরবনে আগুন লাগিয়ে থাকে। এভাবে ২২ বছরে সুন্দরবন পূর্ব বিভাগে ২৫ বার আগুনে পুড়ে ছাই হয়েছে প্রায় ১০০ একর বন। সর্বশেষ ২২ মার্চ বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ির টেপার বিল এলাকায় ও ২৪ মার্চ পার্শ্ববর্তী ধানসাগর টহল ফাঁড়ির শাপলার বিল এলাকায় আগুনে প্রায় আট একর বন পুড়ে ছাই হয়ে যায়। তবে, বিল নেই এমন দু-একটি এলাকায়ও মৌয়ালদের মশাল ও বিড়ি-সিগারেটের নিক্ষিপ্ত অংশ থেকেও সুন্দরবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বন বিভাগ ও সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সুন্দরবন বিভাগ বলছে, চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে লোকালয়ের পাশ দিয়ে প্রবাহিত ভোলা নদী অপরিকল্পিত পুনর্খনন করা হয়। এ সময় মাটি বনের পাশে ফেলা ও পলি জমে খালের পাড় উঁচু হয়ে যাওয়ায় জোয়ারের পানি ওঠানামা করতে না পারায় বনের পূর্ব বিভাগের দুটি রেঞ্জে সৃষ্টি হয়েছে ছোট-বড় ২২টি মিঠাপানির বিল। সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে কাজ করা সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য হলো জোয়ারে বনভূমি প্লাবিত হয়। আর ভাটার সময় পানি নেমে যায়। অপরিকল্পিতভাবে ভোলা নদী পুনর্খনন করে বনে পানি ওঠানামার পথ বন্ধ করে দেওয়া হয়। ভোলা নদীর অববাহিকায় বিল সৃষ্টি হয়েছে। খালের পাড়ে পলি জমে ও জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কোথাও কোথাও বিলে পরিণত হয়েছে। এসব বিলের সফঙ্গ নদী ও সংযোগ করে দিতে নালা কেটে দেওয়া হলে জোয়ার-ভাটার পানি ওঠানামা করে পলি জমে প্রাকৃতিক নিয়মে বিল ভরাট হয়ে যায়। বন বিভাগ বছরের পর বছর ধরে এটা না করায় এখন আগুন সন্ত্রাসীদের হাতে পুড়ছে সুন্দরবন। এর আগে দুটি অগ্নিকাে র ঘটনায় দেখা গেছে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা কঠোর হওয়ায় সংশ্লিষ্ট স্টেশন কর্মকর্তা আগুন দস্যুদের চিহ্নিত করে মামলাও করেছে। এখন সময় এসেছে বিল থেকে বন বিভাগের অসাধু কর্মকর্তা ও টাউট নেতাদের অবৈধ্য আয় বন্ধ করে সুন্দরবন রক্ষা করার। বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, সুন্দরবনে সর্বশেষ টেপার বিল ও শাপলার বিল এলাকার বনে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনে বিলে মিঠাপানির মাছ ধরার স্থান পরিষ্কার করার জন্য জেলেরা বনে আগুন লাগিয়ে থাকে বলে উল্লেখ করেছে। তবে, এই দুই দফা আগুন কারা লাগিয়েছে তাদের চিহ্নিত করতে পারেনি তদন্ত কমিটি। এ ছাড়া সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশকারী মৌয়ালদের মশাল ও বিড়ি-সিগারেটে থেকেও আগুল লাগতে পারে বলে উল্লেখ করেছে। তদন্ত প্রতিবেদনে সুন্দরবনে আগুন প্রতিরোধে ভোলা নদী পুনর্খনন করে আগের অবস্থায় ফিরিয়ে আনা, সুন্দরবনের বলা কাঠ কাটার পাস পারমিট প্রদান, পাহারা জোরদার করার সুপারিশও করা হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে এ বনের আগুন লাগা নিয়ন্ত্রণ সম্ভব হবে, আশা প্রকাশ করেন এই বন কর্মকর্তা।
শিরোনাম
- শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় সাক্ষ্য দিলেন তিন চিকিৎসক
- ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’, অডিওটি শেখ হাসিনার
- তরুণ প্রজন্মকে প্রকৃত রাজনীতি ও সমাজ ব্যবস্থায় ফিরতে হবে: এ্যানি
- আইন মন্ত্রণালয় দ্রুত সময়ে মতামত না দেওয়ায় ইশরাকের গেজেট প্রকাশ ইসির
- চিন্ময় দাসের জামিন হাইকোর্টে
- ‘পাল্টা শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দর-কষাকষি করব, তাদের চটাব না’
- বগুড়ায় হত্যা মামলায় দুজনের ফাঁসি
- অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
- বিমান বাহিনীর অনুশীলন পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
- অভিবাসন সাংবাদিকতার উন্নয়নে ‘মার্সেই সনদ’ সই
- নরসিংদী কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
- ইটভাটার কালো ধোয়ায় কৃষকের স্বপ্ন পুড়ে ছাঁই
- লক্ষ্মীপুরে দখল-দূষণে বিপন্ন খাল ও নদী উদ্ধারে অভিযান
- ‘শ্রমিক-মালিকের স্বার্থ অক্ষুণ্ন রেখে শ্রম আইন সংশোধন করা হচ্ছে’
- রাজবাড়ীতে যুবকের মরদেহ উদ্ধার
- আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেপ্তার
- মারীখালি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ
- নাটোরে পিকআপের চাপায় বৃদ্ধ নিহত
- বরগুনায় স্বাস্থ্য জনবল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন
সুন্দরবনে আগুনের যত কারণ
শেখ আহসানুল করিম, বাগেরহাট
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর