বরগুনার পাথরঘাটায় ৯০ কেজি হরিণের মাংসসহ একটি ইঞ্জিনচালিত বোট জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার রাতে উপজেলার বিষখালী নদীর হরিণঘাটা এলাকায় কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশনের একটি দল এ অভিযান চালায়। কোস্টগার্ড সূত্রে জানা যায়, অভিযানকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে হরিণ শিকারিরা পালিয়ে গেছে।