কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ১৩ গ্রাম গাঁজা সরবরাহ করতে গিয়ে কারারক্ষীদের হাতে ধরা পড়েছেন এক ব্যক্তি। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। গতকাল কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের ফটকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মো. কামাল হোসেন।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, কামাল হোসেন এক আসামির সঙ্গে দেখা করতে আসেন। এ সময় দুই কারারক্ষীর সন্দেহ হলে তাকে জিজ্ঞাবাদ ও তার দেহ তল্লাশি করলে গাঁজা পাওয়া যায়।