নারায়ণগঞ্জের ফতুল্লায় সাফিন (১) নামে এক শিশুকে অপহরণের ঘটনায় তরুণীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে তাদের গ্রেপ্তার এবং অপহৃত শিশুটি উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন কসবার জমশেদপুর মান্দারপুর এলাকার নাছির মিয়ার মেয়ে লিজা (২২) ও মধ্যপাড়া শ্যামবাড়ী এলাকার আবদুছ ছামাদ ভূইয়ার মেয়ে শিউলি আক্তার (৩৫)।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ফাতেমা আক্তার (৫০) নামে এক গার্মেন্ট কর্মী দুই সন্তানকে নিয়ে ফতুল্লার ভোলাইল এলাকার আলম কন্ট্রাক্টরের ভাড়া বাসায় থাকতেন। লিজা তার বাসায় সাবলেট হিসেবে থাকতেন। ৩০ এপ্রিল দুপুরে সাফিনকে অপহরণ করে কসবায় গ্রামের বাড়ি নিয়ে যান লিজা। এ ঘটনায় মামলা করেন ফাতেমা।