পটুয়াখালীতে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে বাদুরা এলাকায় এ ঘটনা ঘটে। এসআই মো. কামরুল বলেন, এ ঘটনায় রাসেল মিঠু (৩০) ও রাহাত (২২) নামে দুজনকে আটক করা হয়েছে।
ওই তরুণীর দাদি জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে পাশের বসতঘরে যাওয়ার সময় ছোট আউলিয়াপুর গ্রামের মিঠু, মিরাজ ও রানা মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে যায় এবং তাকে পালাক্রমে ধর্ষণ করে। ওই তরুণী বলেন, তিনজন তাকে তুলে নিলেও ওই বাগানে আরও তিন থেকে চারজন আগে থেকেই অবস্থান করছিল।