বগুড়ার ধুনট উপজেলায় প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে আসা সরকার ঘোষিত দলীয় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার তিন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার বেলাল হোসেন (৪৮) উপজেলার ধেরুয়াহাটি গ্রামের মেহের বক্স সেখের ছেলে। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। ওসি সাইদুল আলম বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।