নারায়ণগঞ্জের রূপগঞ্জে চালকল মালিক নুরুল হক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল ইসলাম গতকাল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া দুজন হলো- মিলন মোল্লা ও সজীব। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হলো- আলম মিয়া, জোবায়ের রহমান, মোজাম্মেল হক, আমিনুল ইসলাম, আবদুল হক, বাবুল মিয়া, লস্কর আহমেদ জীবন ও রহমত আলী। জীবন ও রহমত আলী পলাতক রয়েছে। পুলিশ পরিদর্শক কাইউম খান বলেন, পূর্বশত্রুতার জেরে ২০০৯ সালের ২০ আগস্ট সাজাপ্রাপ্তরা নুরুল হককে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় তার স্ত্রী সালমা আক্তার রূপগঞ্জ থানায় মামলা করেন।
একই দিন সোনারগাঁয়ে কাজল নামে এক নারীকে হত্যার দায়ে তার সতীন শিমু আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত শিমু সোনারাগাঁয়ের জিয়ানগরের ওহিদুল্লাহর স্ত্রী। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সামসুল আরেফিন টুটুল বলেন, ২০১৫ সালের ৯ জুলাই শিমু আক্তার তার স্বামীর বাড়িতে সতীন কাজলকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় কাজলের বাবা থানায় মামলা করেন।