ফরিদপুরের বোয়ালমারীতে নকল শিশুখাদ্য কারখানা মালিক আশরাফ মল্লিককে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার শেলাহাটি গ্রামে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী। গতকাল এ দণ্ডের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। অভিযানে বিপুল পরিমাণ নকল শিশু খাদ্য ধ্বংস করা হয়েছে।