স্লুইস গেট নির্মাণের জন্য পটুয়াখালীর গলাচিপা শহরের প্রধান সড়কটি দেড় বছর ধরে কেটে রাখায় পৌরবাসীর চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্বিগুণ পথ ঘুরে বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের। দেড় বছরে কাজের অগ্রগতি ৫০ ভাগও হয়নি। অথচ প্রকল্পের মেয়াদ জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। বর্ষা মৌসুমে দুর্ভোগ পোহাতে হচ্ছে, বলছেন স্থানীয়রা। স্লুইস গেটটি এখন গলাচিপাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গলাচিপা পৌর শহরের মধ্য দিয়ে প্রবাহিত ৫০০ বছরের পুরোনা ‘গলাচিপা বন্দর খাল’। রামনাবাদ নদী এবং উলানিয়ার বুড়াগৌরাঙ্গ নদীর সঙ্গে সংযোগ ছিল এ খালের। সত্তরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের পর গলাচিপা শহর ও উলানিয়ার অংশ দিয়ে পানি উন্নয়ন বোর্ড বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে। খালটির গলাচিপা ও উলানিয়া অংশে নদীর মুখে বাঁধ দেওয়া হয়। এরপর এটি বদ্ধ খালে পরিণত হয়। এটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয় এবং ধীরে ধীরে বেদখল হতে থাকে। সংশ্লিষ্টরা জানায়, পানির প্রবাহ এবং পুরোনো ঐতিহ্য বজায় রাখতে খালটি দেড় কিলোমিটার খনন এবং দুই পার্শ্বে ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। সে অনুযায়ী ৬ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা ব্যয়ে প্রকল্প নেওয়া হয়। টেন্ডারে ‘ন্যাচারাল’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয়। সাব ঠিকাদার হিসেবে কাজটি করছেন আল-আমিন নামে গলাচিপার গজালিয়া এলাকার এক ঠিকাদার। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ৩০ জুন প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রকল্পের কাজ ৫০ ভাগও সম্পন্ন হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের কার্যাদেশ পাওয়ার পরই পৌর শহরের প্রধান ও ব্যস্ততম সড়কটি কেটে ফেলে। ভেঙে ফেলা হয়েছে শত বছরের বিভিন্ন স্থাপনা ও ব্যবসাপ্রতিষ্ঠান। যা দেড় বছর ধরে একই অবস্থায় পড়ে রয়েছে। প্রকল্পের কাজ ধীরগতিতে চলায় শহরবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী রিয়াদ আহমেদ বলেন, মোকাম থেকে লঞ্চ, কার্গো কিংবা পরিবহনে মালামাল পৌঁছতে চরম ভোগান্তি হয়। ঘুরপথে মালামাল পরিবহন করতে বাড়তি ভাড়া দিতে হয়। ভোগান্তির শেষ নেই। ব্যবসায়ী আলাউদ্দিন মিয়া বলেন, রাস্তা কাটা তাই শহরের পূর্ব পাশের খরিদ্দাররা দোকানে আসে না দেড় বছর। তাই ব্যবসা মন্দা। খেয়াঘাট থেকে যাত্রী পারাপার হয়, তাদের কাছেও বিক্রি করতে পারি না। লঞ্চঘাটের লেবার সর্দার আবদুল খালেক বলেন, কার্গো, ট্রলার কিংবা লঞ্চ থেকে মালামাল নামিয়ে শহরে নিতে আধা কিলোমিটার ঘুরতে হয়। এতে সময় ও শ্রম দুই-ই বেশি লাগে। ব্যবসায়ী নেতারা বলছেন, স্লুইস গেটের কাজের ধীরগতি হওয়ায় দেড় বছর ধরে ব্যবসায়ীসহ জনসাধারণের চরম ভোগান্তি হচ্ছে। কাজের দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. ইরতিজা হাসান বলেন, স্ট্রাকচারাল কাজের প্রায় ৬০ শতাংশ হয়ে গেছে। সাব ঠিকাদার মো. আল-আমিনকে মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি। পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, এখন দ্রুতগতিতে কাজ চলছে। সার্বিকভাবে কাজের অগ্রগতি ৫০ ভাগ। দ্রুত সম্পন্ন করতে ঠিকাদারকে প্রতিনিয়ত তাগিদ দেওয়া হচ্ছে।
শিরোনাম
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮
- চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু
- সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
- সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২৯০ জন
- পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে শুভসংঘের সচেতনতা সভা স্বরূপকাঠিতে
- ‘জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’
- পূর্বাচলে হচ্ছে চার নতুন থানা
- রামদা দিয়ে কুপিয়ে ছাদ থেকে দুই শিক্ষার্থীকে ফেলে দিল 'স্থানীয়রা', উত্তপ্ত চবি
- একটি গোষ্ঠী সু-কৌশলে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে : দুদু
- অটোরিকশা চালককে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, গ্রেপ্তার ২
- বিক্ষোভের মুখে চীন সফর বাতিল করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
- তিন মাস পর খুলছে সুন্দরবন, জেলে ও পর্যটন ব্যবসায়ীদের প্রাণচাঞ্চল্য
- নাটোরে চোর সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে প্রাণ গেল বৃদ্ধের
- চবি এলাকায় ১৪৪ ধারা জারি
- শাবিতে রক্তদানে উৎসাহিত করতে ‘সঞ্চালন’-এর নতুন উদ্যোগ
- উন্নত প্রযুক্তির স্যাটেলাইট উন্মোচন করল ইরান
- কানাডার মন্ট্রিয়লে দু’দিনব্যাপী ৩৯তম ফোবানা সম্মেলন শুরু
- সম্পর্ক জোরদারে চীন সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
- ইংল্যান্ডে গাড়ির কাঁচ মুছে টাকা দাবি, ‘ভারতীয়’ শিক্ষার্থীর ভিডিও ভাইরাল
- মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে ৬৮তম স্বাধীনতা দিবস
ব্যস্ত সড়ক কেটে স্লুইস গেট নির্মাণ
♦ কাজে ধীরগতিতে চরম দুর্ভোগ শহরবাসীর ♦ দেড় বছরে অগ্রগতি ৫০ ভাগও হয়নি
সঞ্জয় দাস লিটু, পটুয়াখালী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর