পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকত রক্ষা বাঁধের সৌন্দর্যবর্ধনে কৃষ্ণচূড়া, সোনালু ও অর্জুনসহ ৬ হাজার গাছের চারা রোপণের কাজ শুরু হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের অর্থায়নে এবং কুয়াকাটা পৌরসভা, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের সহযোগিতায় গতকাল সকালে জিরো পয়েন্ট সংলগ্ন বাঁধে এ কাজের উদ্বোধন করা হয়। বক্তারা বলেন, আগামী চার বছরের মধ্যে এ বেড়ি বাঁধ রঙিন ফুলে পরিপূর্ণ হয়ে একটি আকর্ষণীয় পর্যটন স্থানে পরিণত হবে। বিশেষ করে কৃষ্ণচূড়ার সৌন্দর্য কুয়াকাটার নতুন পরিচয় হিসেবে গড়ে উঠবে।