টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে স্টেশনের পাশে এক তরুণীকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন- ব্রাহ্মণকুশিয়া সুতার পাড়ার দুলাল চন্দ্র (২৮), সজীব খান (১৯) এবং রুপু মিয়া (২৭)। গতকাল ব্রাহ্মণকুশিয়া সুতার পাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা পেশায় সিএনজিচালক। স্থানীয়রা জানান, শুক্রবার রাতে ওই তরুণী ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর থেকে ভুলবশত ট্রেনে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে এসে নামেন। সেখানে সিএনজিচালক দুলাল ঢাকার ট্রেনে উঠিয়ে দেওয়ার কথা বলে ওই তরুণীকে ফুঁসলিয়ে স্টেশনের পেছনে কাঁঠবাগানে নিয়ে ধর্ষণ করে। পরে স্টেশনসংলগ্ন ব্রাহ্মণকুশিয়া অভিযুক্ত রুপু মিয়ার বাড়িতে নিয়ে রুপু ও সজীব খান ধর্ষণ করে। ভোরের দিকে ওই তরুণী রেল পুলিশকে বিষয়টি জানায়। তাদের দেওয়া তথ্যে সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে। টাঙ্গাইল থানার ওসি তানভীর আহমেদ বলেন, ওই নারী বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।