নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে সিরাজুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে হত্যার দায়ে দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় দেন। তবে আসামিরা অনুপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- সিদ্ধিরগঞ্জের পাপ্পু (৪০) ও শুক্কুর (৩৭)।
মামলা সূত্রে জানা যায়, বাতানপাড়া এলাকায় ভায়রা সৌদিপ্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের কাজের তদারকি করতেন সিরাজুল। শুক্কুর ও পাপ্পু ২০১৫ সালের ২৩ জুলাই সিরাজুলের কাছে চাঁদা দাবি করেন। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সিরাজুলকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে তারা চলে যান। পরে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে সিরাজুল মারা যান। এই ঘটনায় তার ছেলে মো. জাকারিয়া কনক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।