গাজীপুরের টঙ্গীতে জুয়ায় আসক্ত ছেলের বিরুদ্ধে মা শিল্পী আক্তারকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যায় শিলমুন জাম্বুরারটেক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পথচারীরা এগিয়ে এলে তাদেরও মারধর করেন বাপ্পী নামে ওই যুবক। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক মেহেদী ঘটনাস্থলে পৌঁছে বাপ্পীর কক্ষ থেকে একটি দেশি অস্ত্র উদ্ধার করেন। এর আগে একটি অপহরণ মামলায় আসামি ছিলেন বাপ্পী। মা শিল্পী আক্তার জানান, মোবাইল জুয়ায় আসক্ত বাপ্পী প্রতিদিন টাকার জন্য মাকে চাপ দিতেন। এ নিয়ে গতকাল ছোট ছেলে সিহাবের সঙ্গে বাপ্পীর কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় মা এগিয়ে গেলে তাকে কিল, ঘুসি, লাথি ও পিটিয়ে আহত করেন বাপ্পী। প্রত্যক্ষদর্শীরা এগিয়ে গেলে তাদেরও মারধর করেন। এলাকাবাসীর ভাষ্য, বাপ্পী সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হলে ঘটনাস্থল থেকে পুলিশ দেশি অস্ত্র উদ্ধার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।