গাজীপুর, কুষ্টিয়া ও রাজবাড়ীতে পুকুর থেকে তিন শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
শ্রীপুর (গাজীপুর) : শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করেছে। গতকাল দুপুরে রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত রায়হান (১০) রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়া বাড়ি গ্রামের শাহ্জাহান শিকদার, অপরজন একই গ্রামের রজ্জব আলীর ছেলে মাহিম (৯)। কুষ্টিয়া : খোকসা উপজেলায় প্রতিবেশীর পুকুর থেকে রূপবান খাতুন (৫৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে উপজেলার গোপগ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। ওই বৃদ্ধা একই গ্রামের মোকারম শেখের স্ত্রী। বৃদ্ধার পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে রূপবান খাতুন নিখোঁজ হন। গতকাল সকালে একই গ্রামের খন্দকার বাড়ির পুকুরে তার লাশ ভাসতে দেখে উদ্ধার করা হয়। খন্দকার বাড়ির এক গৃহবধূ জানান, রূপবান খাতুন প্রায়ই এই পুকুরে গোসল করতে আসতেন। খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজবাড়ী : পাংশা উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় মাহিম মন্ডল (৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল কলিমোহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
মাহিম পাংশা বাবুপাড়া ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের মানিক মন্ডলের ছেলে।