বগুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় গাবতলী উপজেলার পাঁচকাতুলী মণ্ডল মার্কেট থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তারা হলেন- নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলার রামেশ্বরপুর ইউনিয়ন সভাপতি এনামুল হক (৩০) ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রেজাউল করিম (৪৫)। এছাড়া শাজাহানপুরের হযরত আলী ও রতন হাসানকে (৩৪) গ্রেপ্তার করে পুলিশ।