অনুমোদনহীন খাওয়ার স্যালাইন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার দায়ে দিনাজপুরের খানসামায় একটি ফার্মেসির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদপ্তর উপজেলার ঘাটপাড় এলাকার সজীব ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় অনুমোদনহীন কোম্পানির খাওয়ার টেস্টি স্যালাইন ও সিভিট ট্যাবলেটসহ মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুতের প্রমাণ মেলে। পরে জব্দ করা পণ্য পুড়িয়ে ধ্বংস করা হয়। ইউএনও বলেন, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে অভিযান অব্যাহত থাকবে।