বান্দরবানের রুমায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মৌন মিছিল ও সভা করেছে সচেতন নাগরিক সমাজ। গতকাল সকালে মধ্যমপাড়া থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। সুশীল সমাজের প্রতিনিধি চ নু মং মারমা, অ্যাডভোকেট উ ম্যা সিং মারমা, অং চ মং কারবারি এবং নারী নেত্রী হ্লা ওয়াইসহ সচেতন নাগরিক সমাজের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি প্রদানের জন্য প্রশাসনের কাছে আবেদন জানান।
গত ৮ আগস্ট রুমা উপজেলার পাইন্দু হেডম্যান পাড়ায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় স্কুলছাত্রী। এ ঘটনায় মঙ্গলবার অভিযুক্ত ক্য হ্লা ওয়াং মারমা (২২), ক্য ওয়াং সাই মারমা (২০), চ হাই মারমা (১৯), উ হাই সিং মারমা (২৩) এবং ক্য সাই ওয়াং মারমাকে (১৯) স্থানীয় সালিশে ৫০ হাজার টাকা জরিমানা করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানতে চাইলে রুমা থানার ওসি মো. সোহরাওয়ার্দী বলেন, ধর্ষণের বিষয়টি জানার পর সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচজনের মধ্যে তিনজনকে আটক করেছে। বাকি দুজনকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। ধর্ষণের শিকার ছাত্রীকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।