মাছের পোনা রক্ষায় ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়িবাঁধ এলাকায় প্রায় ৬ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে ৭০টি অবৈধ চায়না রিং জাল এবং কারেন্ট জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। গতকাল ইউএনও খাইরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। নদীতে পাতানো নিষিদ্ধ জাল ছাড়াও আশপাশের বিভিন্ন স্থান থেকেও অবৈধ জাল উদ্ধার করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ বলেন, রিং জাল ও কারেন্ট জাল সব ধরনের মাছের জন্য মারাত্মক ক্ষতিকর।
বিশেষ করে দেশি ছোট মাছ ও পোনা সহজেই আটকে পড়ে মারা যায়। তাই এসব জাল ব্যবহার রোধে অভিযান অব্যাহত থাকবে।