শেখরকান্দি। ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের অবহেলিত একটি গ্রাম। দেশ স্বাধীনের অর্ধশত বছরের বেশি পেরিয়ে গেলেও গ্রামটিতে লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া। সরেজমিনে দেখা যায়, সেখানে নেই কোনো পাকা সড়ক। বর্ষা মৌসুম এলেই কাঁচা রাস্তাগুলো কাদাপানিতে একাকার হয়ে যায়। তখনই গ্রামবাসীর কষ্টের শেষ থাকে না। পুরো বর্ষাকাল নৌকা কিংবা হাঁটু কাদা মাড়িয়ে চলাচলই এখানকার মানুষের জীবনে অবিচ্ছেদ্য অংশ। শেখরকান্দি ও আশপাশের আরও ছয়-সাত গ্রামের প্রায় ১০ হাজার মানুষ প্রতিদিন পাড়ি দেন এই দুর্বিষহ পথ। শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী থেকে শুরু করে রোগী-সবার জীবন জড়িয়ে কর্দমাক্ত সড়কের সঙ্গে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বৃষ্টি হলেই স্কুলে যেতে কষ্ট হয়। কাদা পেরিয়ে যেতে হয়। অনেক সময় জামা, বই-খাতা ভিজে যায়। শুধু শিক্ষার্থীরা নয়, বেশি বিপাকে পড়তে হয় বয়স্ক ও অসুস্থদের। গুরুতর রোগী কিংবা প্রসব বেদনায় কাতর মাকে হাসপাতালে নিতে হলে কাঁধে করেই নিয়ে যেতে হয়। এ গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকে না। বর্ষার সময় ভ্যান চললেও আটকে যায় কাদায়। এমন পরিস্থিতিতে আত্মীয়স্বজনও গ্রামে আসতে চান না। এলেও রাস্তার দুরবস্থার কারণে অনেকেই ফিরে যান। গ্রামের মনোয়ারা বেগম বলেন, ‘আমরা যেন একটা বিচ্ছিন্ন দ্বীপে থাকি। আত্মীয়রাও আমাদের এড়িয়ে চলে’। শুধু যাতায়াত নয়, বিপদে-আপদেও সেবাবঞ্চিত শেখরকান্দির মানুষ। মাত্র এক কিলোমিটার দূরে ফায়ার সার্ভিস অফিস থাকলেও রাস্তা না থাকায় অগ্নিকাণ্ডের সময় তাদের গাড়ি গ্রামে পৌঁছাতে পারে না। নিজেরাই বাঁশের ডোল, বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এ গ্রামেই রয়েছে ঐতিহাসিক দিঘলিয়ার বিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এ বিলেই পাক হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল শেখরকান্দির সাহসী মানুষ। সেই যুদ্ধজয়ের গর্বিত ইতিহাস ধূসর হতে বসেছে। এ গ্রাম এখনো উন্নয়নের মূল স্রোতধারা মিশতে পারেনি। ৮২ বছর বয়সি বাচ্চু শেখ বলেন, ‘এ মাটিতে আমরা যুদ্ধ করেছি। অনেকেই জীবন দিয়েছেন দেশের জন্য। আজও চোখে দেখিনি পাকা রাস্তা। মরার আগে যদি দেখতে পারি, সেটাই হবে আমার বিজয়’। গ্রামের ইউপি সদস্য শামসুল হক জানান, ‘বহুবার রাস্তা নির্মাণের দাবি জানিয়েছি স্থানীয় প্রশাসনকে। আশ্বাস মিলেছে, কিন্তু কাজ হয়নি’। নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ‘শেখরকান্দি গ্রাম সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে শিগগিরই’।
শিরোনাম
- ট্রাম্পের হুমকির পর সংলাপের আহ্বান জানালেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট
- সেন্টমার্টিনে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ৩ জেলে উদ্ধার
- নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের বিশেষ প্রশিক্ষণ শুরু রবিবার
- প্রতিবেশী ফুফার ফাঁদে পড়ে গাইবান্ধায় গণধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ‘যথা সময়ে নির্বাচন হবে, জনগণকে সরকারের পাশে থাকতে হবে’
- গণকবর ভরাটের টাকা আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ভোলায় বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
- ঢাকাকে বাঁচাতে জলাধার পুনরুদ্ধারের বিকল্প নেই : সৈয়দা রিজওয়ানা
- দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৮৬৬
- মেহেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ
- সীমান্তে মানবতা: ভারতীয় বৃদ্ধার মরদেহ দেখলেন স্বজনরা
- মামা-চাচা ছাড়া যারা নিয়োগ পেয়েছেন, তারা দেশের সম্পদ : উপদেষ্টা আসিফ
- হাতিয়ায় কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে অর্ধকোটি টাকার প্রকল্প আত্মসাতের অভিযোগ
- নারায়ণগঞ্জে বিএনপির আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
- নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন শবনম ফারিয়া
- বরগুনায় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৮ জন
- লাকসামে সৎ পিতার বিরুদ্ধে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
- মেহেরপুরে নানা আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন
- লক্ষ্মীপুরে বাস খালে, নিহত বেড়ে ৫
নগরকান্দা উপজেলার শেখরকান্দি
যে গ্রামে নেই পাকা রাস্তা
♦ ৫৪ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া ♦ বর্ষায় কাদাপানিতে একাকার রাস্তা ♦ দুর্ভোগের শেষ নেই গ্রামবাসীর
কামরুজ্জামান সোহেল, ফরিদপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর