ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রুটি গ্রামে আবুল হোসেন হত্যাকাণ্ডের এক বছর পর মামলার আসামিরা জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন। এতে নিহত আবুল হোসেনের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের অভিযোগ, আসামিরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। আসামিদের জামিন বাতিল করে দ্রুত বিচারের দাবি নিহতের পরিবারের। আবুল হোসেনের স্ত্রী বলেন, গত বছরের ২৬ জুন আমার স্বামীকে দিনের বেলায় কুপিয়ে হত্যা করে। সম্প্রতি হত্যা মামলার আসামিরা জামিন পেয়ে বাড়িতে এসেছে। ছেলে মেয়ে নিয়ে আতঙ্কের মধ্যে আছি। এখনো বিচার পাইনি। উল্টো আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে।