নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে হাত-পা ভেঙে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চৌড়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বারদী ইউনিয়নের চৌড়াপাড়া পাচানী এলাকার মোতালিব মিয়ার ছেলে মামুনুর রশিদ স্থানীয় বাজারে ফার্মেসির ব্যবসা করেন। মামুনুর রশিদের ভাই মাসুম মিয়া বলেন, ‘চাঁদা না দেওয়ায় আমার ভাইকে কুপিয়ে জখম করা হয়েছে।’ অভিযুক্ত হারুন বলেন, ‘এ ঘটনায় আমার ভাগিনারা জড়িত থাকতে পারে, আমি জড়িত নই।’ সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।