গাইবান্ধায় শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই মোজাহার আলী (৬৫) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে সদর উপজেলার ব্যাপারীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মোজাহার ওই এলাকার এসহাক আলীর ছেলে। খুনের বিষয়টি গতকাল নিশ্চিত করেন সদর থানার ওসি শাহীনুর ইসলাম। তিনি বলেন- হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। স্বজন ও স্থানীয়রা জানান, মোজাহার আলী তার শ্বশুরের কাছ থেকে ২৫ বছর আগে ২৪ শতক জমি কেনেন। দলিল হওয়ার আগেই শ্বশুর মারা যান। মোজাহার সেই জমির দলিল দুই শ্যালককে করে দিতে বলেন। শ্যালক লুৎফর রহমান ও নবীর হোসেন বহুবার তারিখ নিলেও শেষ পর্যন্ত দেননি। সম্প্রতি লুৎফর ও নবীর ঢাকায় কর্মস্থল থেকে বাড়ি আসেন। বুধবার রাতে মোজাহার দুই শ্যালকের কাছে জমির দলিল চান। তারা আগের মতো টালবাহনা শুরু করেন। এ নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই শ্যালক লাঠি দিয়ে মোজাহারকে আঘাত করলে তিনি লুটিয়ে পড়েন। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।