সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে ইঞ্জিনচালিত পিকনিকের নৌকার সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের শাহেব আলীর ছেলে রহিজ উদ্দিন (৪৩) ও কোবাদ আলীর ছেলে নুরুল ইসলাম (৩৭)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, সন্ধ্যায় পিকনিকের লোকজনদের বহন করা একটি ইঞ্জিনচালিত নৌকা দহকুলা সেতুর কাছে পৌঁছলে সেখানে থাকা একটি বাইচের নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাইচের নৌকাটি তলিয়ে গিয়ে সেটিতে থাকা লোকজন পানিতে ডুবে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করলেও দুজন নিখোঁজ ছিলেন। পরে গভীর রাতে তাদের লাশ উদ্ধার করেন স্থানীয়রা।