বরিশালের বাবুগঞ্জে মাদক কেনা-বেচার পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের নাম ইয়াসিন সরদার (২৫)। তিনি উপজেলার রামপট্টি গ্রামের বাসিন্দা মানিক সরদারের ছেলে। স্থানীয়রা জানান, ইয়াসিন মাদক ব্যবসায় জড়িত ছিলেন। তার কাছ থেকে দেড় হাজার টাকার মাদক বাকিতে নেন একই গ্রামের লিমন। পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়। টাকা না পেয়ে লিমনের মোবাইল ফোন নিয়ে যায় ইয়াসিন। এর জেরে গত মঙ্গলবার রাতে ইয়াসিনকে কুপিয়ে জখম লিমন। তাকে উদ্ধার করে প্রথমে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান ইয়াসিন।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, জড়িতদের আটকের চেষ্টা চলছে।
এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক স্থান থেকে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোডে ও গোলাকান্দাইল ইউনিয়নের পূর্বপাড়া কাঠপট্টি এলাকায় পুকুরে গতকাল লাশ দুটি পাওয়া যায়। মৃতরা হলেন- মোহাম্মদ সালমান (১৬) ও আলমগীর হোসেন (৪০)। রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।