জয়পুরহাটে রেলের সম্পত্তির ওপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে রেল বিভাগ। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে আনুমানিক অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ঈশ্বরদীর পাকশির বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আরিফুল ইসলাম ও জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানসহ রেলওয়ের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উচ্ছেদ অভিযানে রেলগেটের সামনের ঘর বাদে অন্যান্য স্থাপনা ভেঙে ফেলায় ক্ষোভ প্রকাশ করেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা। এক পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে ঘটনাস্থল থেকে সড়ে যান রেল কর্তৃপক্ষ। কিছু সময় বুলডোজার আটকে রাখেন বিক্ষুব্ধরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পাকশির বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, গত বছরের ২৫ সেপ্টেম্বর একই স্থানে উচ্ছেদ চালিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ। আবারও রেলওয়ের সংস্কারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে। আদালতে মামলা থাকায় একটি ঘর উচ্ছেদ করা হয়নি। এ অভিযান অব্যাহত থাকবে।