টাঙ্গাইলে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং সার্জিক্যাল পণ্য রাখার দায়ে তিন ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সাবালিয়া এলাকায় এ অভিযান পরিচালানা করা হয়। এর মধ্যে দি সিটি ফার্মেসিকে ২৫ হাজার, দয়াল মেডিসিন কর্নারকে ১০ হাজার ও অনিক মেডিকেল হলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, সেনেটারি ইন্সপেক্টর নাহিদ আক্তার উপস্থিত ছিলেন।