ভাঙ্গায় গাছের মগডাল থেকে রসমত সরদার (৫২) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের চার দিন পর গতকাল উপজেলার রাজাপুর গ্রামের একটি বাগানের মেহগনি গাছ থেকে দমকল বাহিনীর সদস্যরা লাশটি উদ্ধার করে। রসমত সাদীপুর গ্রামের মোচন সরদারের ছেলে। ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্ত সাপেক্ষে আইনিব্যবস্থা নেওয়া হবে।