বৈষম্যবিরোধী ছাত্র হত্যাচেষ্টা মামলায় রংপুর মহানগর মহিলা শ্রমিক লীগের ২৫ নম্বর ওয়ার্ডের সভাপতি শুকতারা বেগমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক সোয়েবুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৫ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন ও হাজিরার জন্য দিন ধার্য করেন আদালত। ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে আহত রমজান আলীর করা মামলায় এজাহারনামীয় আসামি মহানগর মহিলা শ্রমিক লীগের ২৫ নম্বর ওয়ার্ডের সভাপতি শুকতারা বেগম। কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, শুকতারা বেগম বৈষম্যবিরোধী ছাত্র হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি।