মঙ্গলবার রাত থেকে নিখোঁজ সুনামগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী। জমিয়ত আয়োজিত মানববন্ধন থেকে তাঁর সন্ধান দিতে প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। গতকাল বেলা ৩টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে সদর উপজেলা জমিয়ত এ মানববন্ধনের আয়োজন করে। এতে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ সমমনা দলের নেতারা সংহতি প্রকাশ করেন।
হাফেজ নাজমুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান চৌধুরী, জেলা জামায়াত আমির মাওলানা তোফায়েল আহমদ খান, ইমাম আবদুর রকিব, মাওলানা রফিক আহমদ প্রমুখ। বক্তারা বলেন, মাওলানা মুশতাকের মতো একজন সুপরিচিত আলেম হঠাৎ নিখোঁজ হয়ে গেলেন, অথচ দুই দিনেও তাঁর সন্ধান করতে পারল না পুলিশ, এটা বিশ্বাসযোগ্য নয়।
ফ্যাসিবাদ-উত্তর বাংলাদেশে এভাবে কোনো মানুষ হারিয়ে যেতে পারে না। নিখোঁজের পেছনের কারণ বের করে ২৪ ঘণ্টার মধ্যে সুস্থ অবস্থায় তাঁকে পরিবারে ফেরত দিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, নিখোঁজের পর শান্তিগঞ্জ থানায় জিডিসহ পুলিশ সুপার, র্যাব, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সহযোগিতা চাওয়া হয়েছে।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        