নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজার সংলগ্ন লাইনের খালে নৌকাবাইচ হয়েছে। গ্রামবাংলার ঐতিহ্য এ নৌকাবাইচকে কেন্দ্র করে কালিয়া-নড়াইল আঞ্চলিক মহাসড়কের বাবুর মাঠ লাগোয়া ব্রিজ ও লাইনের খালের দুই ধারে পুরুলিয়া ও চাঁচুড়ী ইউনিয়নসহ আশপাশের শতশত সংস্কৃতিপ্রেমীসহ শিশু-কিশোর-নারী-পুরুষ-নবিন-প্রবীণদের মিলন মেলায় পরিণত হয়।
উপজেলার ফুলদহ-ধাড়িয়াঘাটা যুবসংঘের আয়োজনে গতকাল বিকাল থেকে লাইনের খালে এ প্রতিযোগিতা শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরুলিয়া ও চাঁচুড়ী ইউনিয়নসহ পাশের বিভিন্ন এলাকার ১০টি বাইচ নৌকা। এ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর, নারী-পুরুষ ও প্রবীণদের মিলন মেলায় পরিণত হয়।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।