ঝিনাইদহের কোটচাঁদপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রঘুনাথপুর গ্রামের একটি আমবাগান থেকে এসব অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন রাতুল ত্রিপুরার নেতৃত্বে এবং কোটচাঁদপুর মডেল থানার এসআই ওমর ফারুকের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়। কোটচাঁদপুর মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- কোনো চক্র অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য অস্ত্রটি বাগানে লুকিয়ে রেখেছিল।