নারায়ণগঞ্জ শহরে মহানগর বিএনপির কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগবিরোধী মিছিল থেকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে একজনকে ধাওয়া করে মারধর করার ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাত ওই ব্যক্তিকে ছেড়ে দিলে তিনি দৌড়ে পালিয়ে যান। গতকাল রাতে শহরের চাষাঢ়া মোড়ে এ ঘটনা ঘটে।
বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে শহরের মিশনপাড়া এলাকা থেকে মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি চাষাঢ়ার রাম বাবুর পুকুরপাড় থেকে সামনের দিকে অগ্রসর হলে আজমেরী ওসমানের সমর্থিত আওয়ামী লীগ কর্মী সন্দেহে একজনকে ধাওয়া করে মারধর করে ছেড়ে দেওয়া হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে যখন চাষাঢ়া যাওয়া হয় তখন আওয়ামী লীগের এক কর্মী আমাদের দেখে দৌড় দেন। কয়েকজন তাকে ধরলে আমরা গিয়ে তাকে ছেড়ে দেই। ওই ব্যক্তি আওয়ামী লীগের কোনো পদে আছে কি না তা আমার জানা নেই।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে আমার জানা নেই। খোঁজ নিয়ে জানাতে হবে।