বগুড়া শহরের ফুটপাত থেকে ৮৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে স্টেশন সড়কের কামারগাড়ি এলাকার ফুটপাত থেকে এগুলো উদ্ধার করা হয়। জানা যায়, লাল রঙের একটি প্যাকেট থেকে পয়েন্ট ২.২ বোরের ৮০ রাউন্ড এবং শর্টগানের তিন রাউন্ড গুলি পাওয়া যায়। লং ব্যারেলের এসব অস্ত্র সাধারণত অস্ট্রিয়া, জার্মানি, রাশিয়া ও তুরস্কে তৈরি হয়। ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।