মাদারীপুরের কালকিনিতে বিয়ের প্রলোভনে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাব্বির ফকির নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল এ তথ্য নিশ্চিত করে থানা পুলিশ। ভুক্তভোগী ছাত্রীর পরিবারের অভিযোগ, উপজেলার কয়ারিয়া ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. জাকির ফকিরের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সাব্বির ফকিরের সঙ্গে ভুক্তভোগী ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। গত শনিবার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে মুলাদী উপজেলার বাটামারা এলাকার একটি পরিত্যক্ত ভিটায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সাব্বির।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেছেন। তিনি বলেন, আমি সাব্বিরের বিরুদ্ধে মামলা করেছি। কিন্তু এখন আসামি পক্ষের লোকজন আমাকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এ কারণে আমি এবং আমার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছি। এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাব্বির ফকির ও তার বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। তারা গা ঢাকা দিয়েছেন বলে জানান স্থানীয়রা। কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে ঘটনাস্থল মুলাদী থানায় হওয়ায় মামলাটি ওই থানায় হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।