সিরাজগঞ্জে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানে ধাক্কা দিয়ে দুই পথচারীকে চাপা দেয়। এতে হাফিজুর ইসলাম (৩২) নামে এক ব্যক্তি নিহত এবং একজন আহত হয়েছেন। গতকাল সকালে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা প্রায় ৪ ঘণ্টা সড়ক অবরোধ করে রেখেছিল। হাফিজুর সদর উপজেলার কাশিয়াহাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বেপরোয়া গতির একটি প্রাইভেট কার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মেশিনারিজ দোকানে সজোরে ধাক্কা দেয় এবং দোকানের পাশে বসে থাকা দুজনকে চাপা দেয়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল নেওয়ার পর হাফিজুলকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল ও অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন চিকিৎসকরা। আহতদের মধ্যে হাফিজুল এনায়েতপুর হাসপাতালে মারা যান। সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেছুর রহমান জানান, প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।