পারিবারিক কলহের জেরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী খুন হয়েছেন। জয়পুরহাট সদর উপজেলার তাজপুর গ্রামে শুক্রবার দিবাগত রাতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের নাম রোকেয়া বেগম (৪৫)। অভিযুক্ত স্বামী জহির উদ্দিনকে আটক করেছে পুলিশ।
জয়পুরহাট সদর থানার ওসি তামবীরুল ইসলাম জানান, তাজপুর গ্রামের দম্পতি জহির উদ্দিন ও রোকেয়া বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছে। এর জেরে শুক্রবার দিবাগত রাতে জহির তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর বাড়িতেই অবস্থান করেন। সকালে ঘটনা জানাজানির পর বাড়ি থেকে আটক করা হয়। রোকেয়ার লাশ উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালের মর্গে। এ ঘটনায় মামলার পর পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।