পূর্ব সুন্দরবনে বেড়াতে গিয়ে নদীর স্রোতে ভেসে গেছে মাহিত আবদুল্লাহ (১৫) নামের এক কিশোর। গতকাল সকালে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্যের ডিমের চরে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও বনরক্ষীরা। গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত তার সন্ধ্যান মেলেনি। ঢাকার মিরপুর ইবনে সিনার চিকিৎসক নিখোঁজ কিশোরের বাবা ডা. শেখ সুলতান মাহামুদ আসাদ জানান, তিনি, তার স্ত্রী, চার ছেলে এবং তার ভাইয়ের পরিবারসহ জাহাজে বেড়াতে যান সুন্দরবনে। গতকাল সকালে সবার সঙ্গে তিনি ছেলেদের নিয়ে সাঁতার কাটছিলেন। এ সময় হঠাৎ জোয়ারের একটি ঘূর্ণি ঢেউ এসে সবাইকে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। চিৎকার শুনে লোকজন এসে গামছা ফেলে। আমিসহ তিন ছেলে উঠতে পারলেও মেঝ ছেলে হাফেজ মাহিত আবদুল্লাহ তলিয়ে যায়। ছেলেটি নারায়ণগঞ্জের জামিয়াতুন নূর আল ইসলামিয়া মাদরাসায় আলিমে পড়ত।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, দুর্ঘটনার খবর পেয়েই কোস্টগার্ড ও বনরক্ষীরা উদ্ধার তৎপরতা শুরু করে। ঘটনাস্থলে জাল ফেলে ঘিরে রাখা হয়েছে। ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।