নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যৌতুকের দাবিতে স্মৃতি রানী বর্মণ (২৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। শুক্রবার উপজেলার সাত ভাইয়াপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত স্মৃতি রানী কুমিল্লার আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর এলাকার শ্যামু চন্দ্র বর্মণের মেয়ে। এ ঘটনায় নিহতের ভাই শ্যামু চন্দ্র গতকাল সোনারগাঁ থানায় অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, ৯ বছর আগে স্মৃতির বিয়ে হয় সাত ভাইয়াপাড়ার বেনু চন্দ্র বর্মণের ছেলে সনজিৎ চন্দ্র বর্মণের সঙ্গে। ওসি রাশেদুল ইসলাম জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।