ডায়রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন নওগাঁর পোরশা উপজেলার আল-জামিয়া-আল আরাবিয়া দারুল হিদায়াহ মাদরাসার ৬০ শিক্ষার্থী। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর অসুস্থ ১২ শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খাবারে জীবাণুর কারণে শিক্ষার্থীরা ডায়রিয়ায় আক্রান্ত হতে পারে বলে চিকিৎসকরা ধারণা করছেন। জানা গেছে, মঙ্গলবার ভোরে তিন শিক্ষার্থী ডায়রিয়ায় অসুস্থ হয়ে পড়ে। দুপুরে আরও ২৮, বিকালে ১২ ও গতকাল ১৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।
মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি মোস্তাফিজুর রহমান জানান, আমাদের মাদরাসায় প্রায় ১ হাজার ৬০০ শিক্ষার্থী। শিক্ষক ও কর্মচারী প্রায় ১০০ জন। সবাই আমরা মাদরাসার খাবার খাই। কিন্তু কী কারণে এ ৬০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ল বিষয়টি আমরা বুঝতে পারছি না। বুধবার দুপুরে মাদরাসা ১০ দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন। মাদরাসা পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজির আহম্মেদ।