নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুরের বুড়িগঙ্গার শাখা নদীটি এখন মৃতপ্রায়। বর্জ্য আর কচুরিপানায় ঢাকা পড়েছে এ নদী। দূষিত পানি ও ময়লার গন্ধে আশপাশের ছয় গ্রামের কমপক্ষে ১০ হাজার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। বিপাকে পড়েছে মৎস্যজীবীরা। নদীর চারদিকে শুধু ময়লা আর ময়লা। বিভিন্ন আবর্জনায় ছেয়ে গেছে পুরো নদী। সঙ্গে রয়েছে প্লাস্টিক বর্জ্য। বাতাসে ছড়ায় উৎকট গন্ধ। দূর থেকে দেখে বোঝার উপায় নেই এটা কোনো নদী। স্থানীয়রা জানান, বুড়িগঙ্গার শাখা নদীতে একসময় বড় বড় জাহাজ-লঞ্চ চলাচল করত। প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ পাট ব্যবসার জন্য প্রসিদ্ধ। এ কারণে দেশের বিভিন্ন জেলার সঙ্গে নারায়ণগঞ্জের নদীপথে যোগাযোগ ছিল। একই সঙ্গে নদীতে প্রচুর মাছ পাওয়া যেত। এলাকাবাসী দিনের কাজ শেষে নামত গোসলে। আশপাশ বাসিন্দাদের মাছের জোগান হতো এ নদী থেকে। পাশাপাশি অনেকের জীবিকা নির্বাহ হতো এখানে শিকার করা মাছ বিক্রি করে। এখন সবই অতীত। ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাজীপাড়া, চরকাশীপুর, চরনরসিংপুর, ভোলাইল, গেদ্দরবাজার ও শান্তিনগরে বসবাসকারী ১০ হাজারের বেশি মানুষ নদীদূষণের কারণে অসহনীয় ভোগান্তির শিকার। শুকনা মৌসুমে দুর্গন্ধে বাসিন্দাদের ঘরে বসেও শ্বাস নিতে কষ্ট হয়। নদীর তীরেই রয়েছে মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদরাসা। এখানে শিক্ষার্থী ১২ শতাধিক। নদীদূষণের কারণে সবচেয়ে ভোগান্তির শিকার এ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষর্থীরা। মাদরাসার হেফজ বিভাগের প্রধান শিক্ষক ফয়সাল আহমেদ বলেন, ‘দুর্গন্ধে শিক্ষক-শিক্ষার্থীদের খুব কষ্ট হয়। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘আমি যোগদানের পর খাল উদ্ধারের চেষ্টা করছি। ইতোমধ্যে বিভিন্ন খাল-জলাশয় থেকে ৩ হাজার ৫৩৪ ট্রাক ময়লা সরিয়েছি। বুড়িগঙ্গার শাখা নদীটির অবস্থাও খারাপ। খাল উদ্ধারের পর নদীগুলোও উদ্ধারকাজ শুরু করব। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এবং মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- সারের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন
- গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
- নির্বাচনে পক্ষপাতদুষ্ট আচরণ করলে বিভাগীয় ব্যবস্থা : ডিএমপি কমিশনার
- আরেক মামলায় গ্রেফতার হাজী সেলিম
- তিস্তার ইতিহাসে রেকর্ড, চার দফা বিপৎসীমা অতিক্রম করেও ক্ষয়ক্ষতি কম
- নাইক্ষ্যংছড়িতে শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
- বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় নারী নিহত, আহত মা-ছেলে
- মেট্রোরেলে বিজ্ঞাপন স্পেস ভাড়ার বিজ্ঞপ্তি প্রকাশ
- বাগেরহাটে মাদকসেবীদের হামলায় আহত ৩, গ্রেপ্তার ২
- প্রশংসনীয় কাজের পদক পাচ্ছেন পুলিশের ৬ জন
- ট্রাম্প ছাড়া অন্য কেউ নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নয়: ইসরায়েলি পার্লামেন্ট স্পিকার
- শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রংপুরে কর্মবিরতি
- ব্যক্তির নামে থাকা আরও ১৬ শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন
- জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে করা চুক্তি স্থগিত করল ইরান
- অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন
- গ্রাম পুলিশের গুরুত্ব বেড়েছে: কুলাউড়ায় ডিসি
- ট্রাম্পকে সর্বোচ্চ বেসামরিক পদক দেবে ইসরায়েল
- ‘পাঁচ একীভূত ব্যাংকের’ বিনিয়োগকরীদের স্বার্থ রক্ষায় কাজ করছে সরকার
- কুশিয়ারা নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ একদিন পর উদ্ধার
- গাজা শান্তি সম্মেলনে যোগ দিচ্ছে না ইরান
আবর্জনায় সয়লাব নদী
দুর্ভোগ ছয় গ্রামের মানুষের বিপাকে মৎস্যজীবীরা
মোবাশ্বির শ্রাবণ, নারায়ণগঞ্জ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর