হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় বড় ভাই রনি মিয়ার চাপাতির কোপে ছোট ভাই মনির হোসেন (২২) নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টায় গরুবাজার খোয়াই বাঁধে এ ঘটনা ঘটে। পেশায় কসাই মনির ওই গ্রামের আবদুল খালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রনি মাদকাসক্ত। মাদক সেবন নিয়ে তাদের মধ্যে বাগ্বিত া হয়। একপর্যায়ে রনি চাপাতি দিয়ে মনিরকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন। স্থানীয় লোকজন উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে বড় ভাইয়ের চাপাতির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না তদন্ত হচ্ছে।